দুটি কারণে এশা ও ফজরের নামাজ আপনাকে অবশ্যই জামায়াতে পড়া উচিত
ইসলাম ডেস্ক: মহান আল্লাহ তায়ালা বান্দাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তবে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে অনেকেই আছেন যারা মসজিদে না গিয়ে একা একাই নামাজ আদায় করে থাকেন। এবারের হাদিসটি ওই শ্রেণীর ব্যক্তিদের জন্যই তুলে ধরলাম, যারা মসজিদে না গিয়ে বাড়িতে কিংবা অন্যে কোথাও একা একা আদায় করে।
জামায়াতে নামাজ পড়ার ফজিলত: হজরত উসমান বিন আফ্ফান (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেন, 'যে ব্যক্তি এশার নামাজ জামায়াতে আদায় করে, সে অর্ধরাত্রি ইবাদতের সাওয়াব পাবে। আর যে ব্যক্তি এশা ও ফজর নামাজ জামায়াতে আদায় করবে, সে পুরো রাত ইবাদতের সওয়াব পাবে।' (আবু দাউদ : ৫৫৫)
হজরত আবু উমামা (রা.) সূত্রে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেন, 'যে ব্যক্তি হেঁটে নামাজ পড়তে যাবে, সে হজের সওয়াব পাবে। আর যে ব্যক্তি নফল নামাজের জন্য হেঁটে যাবে, সে নফল ওমরাহর সওয়াব পাবে।' (আল মু'জামুল কাবির : ৭৫৭)
আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জামায়াতে নামাজ আদায়ের তৌফিক দান করুক। আমীন।
৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ