বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১৮:৩৫

ছোট্ট এই দোয়াটি যে নিয়মে আমল করলে জান্নাতি হওয়া যাবে

ছোট্ট এই দোয়াটি যে নিয়মে আমল করলে জান্নাতি হওয়া যাবে

ইসলাম ডেস্ক: হজরত মুসলিম ইবনে হারেস তামিমি (রা.) বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মাগরিবের নামাজের সালাম ফেরাবে, তখন কারো সঙ্গে কথা বলার আগে এই দোয়াটি সাত বার পড়বে। যদি তুমি পড় আর ওই রাতেই তুমি মারা যাও তাহলে তোমার জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা লিখে দেয়া হবে। ফজরের নামাজের পরও এ দোয়াটি একই নিয়মে সাতবার পড়বে। যদি তুমি পড়ে থাক আর ওই দিনেই তুমি মারা যাও তাহলে তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা লিখে দেয়া হবে। [আবু দাউদ-৫০৮১ নাসায়ি সুনানে কুবরা-৯৯৩৯ সহি ইবনে হিব্বান-২০২২]

আরবি দোআ : সাত বার

اللَّهُمَّ أَجِرْنِى مِنَ النَّارِ

বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা আজিরনি মিনান নার।

বাংলা অর্থ : “হে আল্লাহ! আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও”
১৭ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে