শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭, ১২:০৩:০৩

বেনিনে ১১৩ জনের ইসলাম গ্রহণ

বেনিনে ১১৩ জনের ইসলাম গ্রহণ

ইসলাম ডেস্ক: বেনিনের আতাকুরায় ইসলাম ধর্মের প্রচারণার লক্ষ্যে প্রখ্যাত দাঈ শায়খ আদেল আল-শাহরি ‘আল-ফুরকান অ্যাডভোকেসি সোসাইটি’র সঙ্গে যৌথভাবে সেখানকার বিভিন্ন গ্রামে দাওয়াতি সফর করেন এবং ইসলামের সৌন্দর্য ও সাম্যের প্রতি অধিবাসীদের আহ্বান করেন। তাঁরা সর্বপ্রথম কুদেনগা গ্রামে দাওয়াত নিয়ে যান।

কুদেনগা গ্রামের  জনসংখ্যা এক হাজারের মতো। দাওয়াত পৌঁছানোর আগে সেখানে একজন মুসলিমও ছিল না। কিন্তু  দাওয়াত প্রদানের পর ওই গ্রামের ৯৫ জন নারী-পুরুষ ইসলামের শীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। এরপর দাওয়াতি কাফেলা বুকিয়া নামক গ্রাম ভ্রমণ করে, সেখানে প্রায় ৫০০ জন লোক বাস করে।

দাওয়াতি মেহনতে বুকিয়ার ১৮ জন নারী-পুরুষ ইসলাম গ্রহণ করেন। আল ফোরকান সোসাইটি গ্রাম দুটিতে মসজিদ নির্মাণের পাশাপাশি নতুন মুসলমানরা যাতে ইবাদত-বন্দেগি এবং কোরআন পড়া শিখতে পারে, সে জন্য স্থায়ী শিক্ষক নিয়োগের ব্যবস্থা করছে। [সূত্র : আলুকা নেটওয়ার্ক সার্ভিস (আরবি সংস্করণ)]
১০ অক্টোবর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে