রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫, ১২:২৬:৫৫

‘হে আল্লাহ, আমাদের রক্ষা করুন’

‘হে আল্লাহ, আমাদের রক্ষা করুন’

ইসলাম ডেস্ক: কিয়ামতের মাঠের চতুর্দিক জাহান্নাম দ্বারা পরিবেষ্টিত থাকবে। এই জাহান্নামের ওপর একটি পুল স্থাপন করা হবে, যা চুলের চেয়েও সরু এবং তলোয়ারের চেয়েও ধারালো। এটাকে বলা হয় পুলসিরাত। সকলকেই এ পুল পার হতে হবে। এই পুলসিরাত হল দুনিয়ার সিরাতের মুসতাকিমের স্বরূপ। দুনিয়াতে যে যেভাবে সিরাতে মুসতাকিমের ওপর চলেছে, সে সেভাবে পুলসিরাত পার হয়ে যাবে। কেউ বিদ্যুত গতিতে, কেউ চোখের পলকে, কেউ দ্রুতগামী ঘোড়ার গতিতে, কেউ দৌড়ে, কেউ হেঁটে, আবার কেউ হামাগুড়ি দিয়ে। মোটকথা, যার যে পরিমাণ নেকি সে সেরকম গতিতে উক্ত পুল পার হবে। আর পাপীদেরকে জাহান্নামের আংটা জাহান্নামের মধ্যে ফেলে দেবে। ওই পুলের শেষ প্রান্তে বেহেশত অবস্থিত। বেহেশতে যেতে হলে সেই পুলটি পেরিয়ে যেতে হবে। মানুষের নেকি-বদি ওজন এবং হিসাব-নিকাশের পর সকল লোকজনকে বলা হবে, তোমরা এখন নিজ নিজ স্থানে চলে যাও। ফেরেশতা আল্লাহর নির্দেশে বান্দাদেরকে পুলসিরাত দেখিয়ে দিয়ে বলবে এই তোমাদের পথ। এই পুল পেরিয়েই তোমাদের যেতে হবে। কিন্তু সবার পক্ষে এ পুল পার হওয়া সম্ভব হবে না। পাপীরা সেটাকে চুল থেকেও চিকন দেখতে পাবে। তাদের জন্য সেটি হবে অত্যন্ত ধারালো। তারা ঐ পুলে আরোহণ করা মাত্রই তাদের পদদ্বয় কেটে তারা নিন্মস্থ দোযখে পড়ে যাবে। আর নেককারদের জন্য হবে সুপ্রশস্থ সুগম পথ। তারা তাদের নেকির তারতম্যানুয়াযী কেউবা বিজলীর মত মুহূর্তে পুলসিরাত অতিক্রম করবে। কেউ বা বায়ূ বেগে, আবার কেউবা দ্রুত দৌঁড়ে, কেউবা ধীর মন্তর গতিতে হেঁটে হেঁটে পুল পার হয়ে তাদের গন্তব্যস্থল বেহেশতে পৌঁছে যাবে। আল্লাহপাক পবিত্র কোরআনে বলেন, ‍‘যেদিন আমি পরহেজগারদের করুণাময় আল্লাহর কাছে মেহমানের ন্যায় দলবদ্ধভাবে সমবেত করব এবং অপরাধীদের পিপাসিত অবস্থায় জাহান্নামের দিকে নিয়ে যাবো।’ (সূরা মারইয়াম, আয়াত ৮৫-৮৬) হাদিস শরিফে পুলসিরাত শব্দটি সিরাত হিসাবে বর্ণনা করা হয়েছে। রাসুলুল্লাহ সা. বলেন, সিরাতের ওপর মু’মিনদের বিশেষ সংকেত হবে ‘হে রব (প্রতিপালক) রক্ষা করো, রক্ষা করো’। (তিরমিজি শরিফের কিয়ামত অধ্যায়ের সিরাত অনুচ্ছেদ) অপর এক হাদিসে হযরত নাযর ইবনে আনাস মালিকের পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবি (সা)কে কিয়ামতের দিন আমার জন্য শাফায়াত করার অনুরোধ করেছিলাম। তিনি বললেন, আমি তা করব। আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! কোথায় আমি আপনাকে খুঁজ করবো? তিনি বললেন, প্রথম তুমি খুঁজ করবে সিরাতে। বললাম, যদি সিরাতে আপনার সাক্ষাৎ না পাই? তিনি বললেন, আমাকে হাওযে কাওসারে খুঁজবে। এই তিনটি স্থানে আমি হারাবো না। (তিরমিজি শরীফ) ১৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে