সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫, ০৪:০০:০৪

যে কোন কাজ শুরুর আগে বরকতময় ছোট্ট এই দোয়াটি পড়ে নিন

যে কোন কাজ শুরুর আগে বরকতময় ছোট্ট এই দোয়াটি পড়ে নিন

ইসলাম ডেস্ক: মানুষের নানাবিধ কাজ সঠিকভাবে সম্পাদনের জন্য প্রয়োজন আল্লাহর রহমত। কিভাবে আল্লাহর রহমত লাভ করা যাবে তা তিনি কুরআনুল কারিমে উল্লেখ করেছেন। যা এখানে তা তুলে ধরা হলো- رَبَّنَا اَتِنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً وَّ هَيِّئْ لَنَامِنْ أَمْرِنَا رَشَداً উচ্চারণ : ‘রাব্বানা- আতিনা- মিল্লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যিই লানা- মিন আমরিনা- রাশাদা। (সুরা কাহ্ফ : আয়াত ১০) অর্থ : হে আমদের রব! আমাদেরকে আপনার নিকট থেকে রহমাত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে সম্পাদন করার তাওফিক দান করুন। উৎস- তাফসিরে ইবনে কাছীরে

এই আয়াতের ব্যাখ্যা এসেছে- আছহাবে কাহাফের গুহাবাসীগণ যখন বাদশার অত্যাচার নির্যাতনে ঘর-বাড়ি, সমাজ ছেড়ে গুহায় আশ্রয় নিয়েছিলেন। তখন যেন তারা আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করতে পারেন সে কারণে উক্ত দোয়া করেছিলেন। তাছাড় কোনো মানুষ যদি কোনো কাজ শুরু করতে চায় তবে এ দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করতে পারে।

আল্লাহ বান্দার প্রত্যেক কাজে রহমত ও বরকত দান করবেন। সুতরাং আল্লাহ তাআলা কুরআনের এ গুরুত্বপূর্ণ আয়াতের মাধ্যমে সমগ্র মুসলিম উম্মাহকে তাঁর রহমত ও কল্যাণ লাভ করার তাওফিক দান করুন। আমিন। ১৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে