সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫, ০৪:১৩:৩৫

জানেন কি, ইসলামে খাওয়া-দাওয়ার সময় কোন ৯টি কাজ নিষিদ্ধ?

জানেন কি, ইসলামে খাওয়া-দাওয়ার সময় কোন  ৯টি কাজ নিষিদ্ধ?

ইসলাম ডেস্ক: ইসলামে খাওয়া-দাওয়া করাও একটা ইবাদাত। যদি তা আল্লাহর নামে শুরু করা হয়। যে কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু হয় তা কল্যাণে ভরপুর। আল্লাহ তাআলা সে কাজে দুনিয়া ও আখিরাতের উত্তম প্রতিদান দেন। পানাহারের সময় নিষিদ্ধ কিছু কাজ রয়েছে। এ গুলো থেকে বিরত থাকলেও উত্তম প্রতিদান পাওয়া যায়। এ জরুরি বিষয়গুলো তুলে ধরা হলো- ১. বাম হাত দ্বারা পানাহার করা। (মুসলিম) ২. হেলান দিয়ে খাবার গ্রহণ করা। (বুখারি) ৩. দাঁড়িয়ে পান করা। (মুসলিম) ৪. সোনা ও রূপার প্লেট বা পাত্রের পান করা। (বুখারি) ৫. পানীয় বস্তুতে নিঃশ্বাস বা ফুঁ দেয়া। (আবু দাউদ, ইবনে মাজাহ) ৬. ভাঙা পাত্রের ভঙ্গ স্থান দিয়ে পান করা। (আবু দাউদ) ৭. পানাহারে অপব্যয় করা। (নাসাঈ) ৮. খানা ও পানীয়ের প্রয়োজন থাকা সত্ত্বেও কারো খানা বা পানীয়ের সামনে লৌকিকতার কারণে মিথ্যা বলা। (ইবনে মাজাহ) ৯. আহারের শেষে সঙ্গে সঙ্গে শুয়ে পড়া। (যাদুল মাআদ) খাবার গ্রহণের সময় উক্ত বিষয়গুলো করা হাদিসের নিষেধ রয়েছে। হে আল্লাহ! এ কাজগুলো করা থেকে সমগ্র মুসলিম উম্মাহকে বিরত থাকার তাওফিক দান করুন। আমিন। ১৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে