বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫, ০৭:২৫:১৩

‘পূর্ণ মুমিন না হলে জান্নাত নয়’

‘পূর্ণ মুমিন না হলে জান্নাত নয়’

ইসলাম ডেস্ক: হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন, ‘পূর্ণ মুমিন না হলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। পূর্ণ মুমিন হতে হলে একে অপরকে ভালোবাসতে হবে। ভালোবাসা সৃষ্টির সেই পথ কি আমি তোমাদেরকে বলে দেব না? সেই কাজটি করলে তোমাদের মধ্যে হৃদ্যতা ও ভালবাসা সৃষ্টি হবে। তোমরা নিজেদের মধ্যে সালামের ব্যাপক প্রচার ঘটাও।’ (মুসলিম শরীফ, হাদীস-৮১) পরিচিত-অপরিচিত সবাইকে সালাম দেয়া যাবে। হাদীস শরীফে বর্ণিত আছে, হযরত আবদুল্লাহ ইবনে আমর রাযি. বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সা.কে জিজ্ঞাসা করল, ইসলামের কোন কাজটি উত্তম? রাসূলুল্লাহ সা. ইরশাদ করলেন, খানা খাওয়াও এবং সালাম দাও। যাকে চেন তাকেও, যাকে চেন না তাকেও। (বুখারী শরীফ, হাদীস-১১) সালামের শব্দ যত বেশি হবে, আল্লাহ তাআলা সাওয়াবও তত বেশি দেবেন। হযরত ইমরান ইবনে হুছাইন রাযি. বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সা.-এর নিকট এসে বলল, ‘আসসালামু আলাইকুম’। রাসূলুল্লাহ সা. বললেন, সে দশটি নেকি পেল। এরপর আরেক ব্যক্তি এসে বলল, ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’। রাসূলুল্লাহ সা. বললেন, সে বিশটি নেকি পেল। কিছুক্ষণ পর আরেকজন এসে বলল, ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু’। রাসূলুল্লাহ সা. বললেন, এই ব্যক্তি ত্রিশটি নেকি পেল। (তিরমিযী শরীফ, হাদীস-২৬১৩) সালামের ব্যাপক প্রচার-প্রসার করে আমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারি। রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন, ‘তোমরা সালামের ব্যাপক প্রচার কর, মানুষকে খানা খাওয়াও এবং রাতে যখন মানুষ ঘুমায়, তখন তোমরা নামায আদায় কর। তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে।’ (তিরমিযী শরীফ, হাদীস-২৪০৯) ১৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে