বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫, ০৮:০১:১০

মহানবী (সা.) মেরাজে গিয়ে সুদখোরদের অবস্থা যেমনটা দেখেছিলেন

মহানবী (সা.) মেরাজে গিয়ে সুদখোরদের অবস্থা যেমনটা দেখেছিলেন

ইসলাম ডেস্ক: আমাদের দেশে বহু মানুষ বুঝে না বুঝে সুদের ব্যবসা করে থাকে। অনেকে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স নিয়ে করে আবার অনেকে অবৈধভাবে গ্রামগঞ্জে আনাচে-কানাচে সুদের অবৈধ ব্যবসা করে থাকে। কিন্তু সুদখোর এই ব্যক্তিগুলো যদি হাশরের কথা চিন্তা করতো তাহলে কখনোই সুদ খেতে পারতো না। হযরত আবু হুরায়রাহ রাযিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মি’রাজের রাতে আমি এমন এক গোত্রের পাশ দিয়ে অতিক্রম করি, যাদের পেট ছিল ঘরের মত, যার মধ্যে বিভিন্ন রকমের সাপ বাইরে থেকে দেখা যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করি, হে জিবরাইল, এরা কারা? তিনি বললেন, এরা সুদখোর। (ইবনে মাযাহ, হাদীস নং- ২২৭৩) ১৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে