বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ০৪:১৭:০৬

মহানবী (সা.) বাড়ি থেকে বের হয়ে ছোট্ট এই দোয়াটি পাঠ করতেন

মহানবী (সা.) বাড়ি থেকে বের হয়ে ছোট্ট এই দোয়াটি পাঠ করতেন

ইসলাম ডেস্ক: আমরা সাধারণত বাড়ি থেকে বের হওয়ার সময় ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলে বের হই। কিন্তু আপনি জানেন কি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) নিজে বাড়ি থেকে বের হওয়ার সময় কোন দোয়া পাঠ করতেন? কিংবা উম্মতদের কোন দোয়া পাঠ করতে বলেছেন, তা আপনি জানেন কি? যদি না জেনে থাকেন তাহলে নিচের হাদিস থেকে দোয়াটি পাঠ করে মুখস্ত করে নিন। হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসুলুল্লাহ সা. বলেছেন, যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বে, তাকে বলা হয়- তোমাকে হেদায়েত দেয়া হয়েছে, যথেষ্ট দেওয়া হয়েছে এবং হেফাজতের ব্যবস্থা করা হয়েছে। আর শয়তান তার থেকে দূরে চলে যায়। -তিরমিজি দোয়া : বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওয়া ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহ। অর্থ : আল্লাহর নামে বের হলাম এবং আল্লাহর ওপর ভরসা করলাম। আল্লাহ ছাড়া অকল্যাণরোধ বা কল্যাণ হাসিল করার শক্তি অন্য কারো নেই। ১৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে