বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ০৫:০৭:১৮

‘যে ব্যক্তি কাউকে হত্যা করল, সে যেন পুরো মানবজাতিকেই হত্যা করল’

‘যে ব্যক্তি কাউকে হত্যা করল, সে যেন পুরো মানবজাতিকেই হত্যা করল’

ইসলাম ডেস্ক: পবিত্র কোরআনের সূরা মায়েদায় মহান আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন, আমি বনী ইসরাঈলের ওপর এ আদেশ দিলাম, যে ব্যক্তি কাউকে হত্যা করা কিংবা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করা ছাড়া যে কাউকে হত্যা করল, সে যেন সব মানুষকে হত্যা করল। আর যে তাকে বাঁচাল, সে যেন সব মানুষকে বাঁচাল। আর অবশ্যই তাদের নিকট আমার রাসূলগণ সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছে। তা সত্ত্বেও এরপর পৃথিবীতে তাদের অনেকে অবশ্যই সীমালঙ্গনকারী। (আল-কোরআন, সুরাহ মায়েদা, আয়াত-৩২) আপনি বলুন, তিনিই শক্তিমান, তোমাদের ওপর কোন শাস্তি ওপর দিক থেকে অথবা তোমাদের পদতল থেকে প্রেরণ করবেন অথবা তোমাদের দলে-উপদলে বিভক্ত করে সবাইকে মুখোমুখী করে দিবেন এবং এককে অন্যের ওপর আক্রমণের স্বাদ আস্বাদন করাবেন। দেখ, আমি কেমন ঘুরিয়ে-ফিরিয়ে নিদর্শনাবলী বর্ণনা করি যাতে তারা বুঝে নেয়। (আল-কোরআন, সুরাহ আন-আম আয়াত ৬৫) ১৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে