শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৪৩:২৩

বেনামাজীকে মৃত্যুর সময় ৩ টি কঠিন শাস্তি দেয়া হবে

বেনামাজীকে মৃত্যুর সময় ৩ টি কঠিন শাস্তি দেয়া হবে

ইসলাম ডেস্ক: যারা নিয়মিত নামাজ আদায় করে থাকেন, তারা মহান আল্লাহ তায়ালার কাছে প্রিয় বান্দা। মৃত্যুর সময় তাদের পিপড়ার কামড়ের ন্যায় যন্ত্রনা হবে। কিন্তু যারা নামাজ আদায় করেন না, তাদের জন্য মৃত্যুর সময় অপেক্ষা করছে ভয়াবহ শাস্তি। শুধু মৃত্যুর সময়ই নয়, মৃত্যু পরবর্তী সময় যেমন কবর ও কিয়াতমের মাঠেও তারা ভয়ানক শাস্তি ভোগ করবে।

মৃত্যুর সময়ের শাস্তি:
১। তার মৃত্যু হবে জিল্লতির সাথে।
২। মৃত্যুর সময় অত্যান্ত ক্ষুধার্থ অবস্হায় খাকবে।
৩। তার মৃত্যু হবে পিপাসার্ত অবস্হায়।

কবরে ৩ টি শাস্তি
১। তার কবরকে এতটা সংকীর্ণ করে দেয়া হবে যে, পাজরের একদিকের হাড় অন্য দিকের হাড়ের মধ্যে ঢুকে যাবে।
২। কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেয়া হবে।
৩। তার কবরে 'সুজা আকরা 'নামক বিশাল এক ভয়ংকর সাপ দংশন করতে থাকবে।

কিয়ামতে ৩ টি শাস্তি
১। তার হিসাব কিয়ামতে অত্যান্ত কঠিন করা হবে।
২। তার উপর আল্লাহ তায়ালা নারাজ থাকবেন।
৩। তাকে অপমানের সাথে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
হে আল্লাহ মৃত্যুর সময় ও কবরের শাস্তি কিয়ামতের সেই কঠিন দিনের আজাব থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার আশ্রয় প্রার্থনা করছি, আপনি আমাদের ক্ষমা করুন । 'আমিন'
১৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে