ইসলাম ডেস্ক: এবার সত্যি সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মাইকেল জ্যাকসনের বোন পপ স্টার জ্যানেট জ্যাকসন। অবশ্য জ্যানেটের বড় ভাই জার্মেইন জ্যাকসন অনেক আগেই ইসলাম গ্রহণ করেছেন। মাঝে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ধর্মান্তরিত হওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল।
মূলত, ২০১২ সালে মুসলিম বিলিয়নিয়ার উইসাম আল মানার সঙ্গে বিয়ের পরপরই নাকি তিনি ইসলাম গ্রহণ করেন। আর এই ধর্মান্তরের পর থেকেই তিনি আর স্টেজে নাচানাচি করেননি বা নারী পপ স্টারদের মতো খোলামেলা পোশাকও আর পরেননি।
ব্রিটিশ পত্রিকা দ্য সান জানিয়েছে, উইসাম আল মানা জ্যানেটের (৪৯) চেয়ে ৯ বছরের ছোট। ওই মুসলিম ধনকুবের এতোটাই ধর্মপ্রাণ যে তার প্রভাবে জ্যানেটের জীবনযাপনেই বদলে গেছে।
জ্যানেটের একটি ঘনিষ্ট সূত্র সানকে বলেছে, ‘সে (জ্যানেট) এখন মনে করে নতুন ধর্ম গ্রহণ করে যেন নিজের বাড়ি খুঁজে পেয়েছে। বিষয়টি সে তার পরিবারের সদস্যদের জানিয়েছে এবং তারা তার ব্যক্তিগত পছন্দকে শ্রদ্ধা জানিয়ে মেনে নিয়েছে।’
সূত্রটি আরো বলেছে, জ্যানেট এই ধর্ম এবং এর অনুসারীদের বিষয়ে পড়াশোনার পেছনে প্রচুর সময় ব্যয় করেছেন। মঞ্চে তার সেই উদ্দাম নাচ এবং যৌন আবেদনময়ী গানের কথা এখন জ্যানেটের জীবন থেকে অনেক দূরে।
১৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর