রবিবার, ২২ নভেম্বর, ২০১৫, ০৪:৫২:৫৯

আল্লাহ পাক মানুষকে যে উপাদনগুলি দিয়ে তৈরি করেছেন

আল্লাহ পাক মানুষকে যে উপাদনগুলি দিয়ে তৈরি করেছেন

ইসলাম ডেস্ক: আল্লাহ তায়ালার সর্বশ্রেষ্ট ও রহস্যপূর্ণ সৃষ্টি হলো মানুষ। পৃতিটি সৃষ্টিই আল্লাহ রহস্যময় করে রেখেছেন। এর মধ্যে মানুষ অন্যতম। মানুষ সৃষ্টিতে আল্লাহ পাক কয়েকটি উপাদান রেখেছেন। আসুন জেনে রাখি বিষয়টি।

১) পানি: মানুষ তৈরির উপাদানের মধ্যে পানি অন্যতম। আল্লাহ বলেছেন, ‘আর তিনিই পানি থেকে একটি মানুষ তৈরি করেছেন, আবার তার থেকে বংশীয় ও শ্বশুরালয়ের দু’টি আলাদা ধারা চালিয়েছেন। তোমার রব বড়ই শক্তি সম্পন্ন।’ সূরা আল ফুরকান : ৫৪ ‘তারপর তার বংশ উৎপাদন করেছেন এমন সূত্র থেকে যা তুচ্ছ পানির মতো।’ সূরা সাজাদাহ : ৮ ‘আর আল্লাহ প্রত্যেক প্রাণ বিশিষ্টকে এক ধরনের পানি থেকে সৃষ্টি করেছেন। তাদের মধ্য থেকে কেউ চলছে পেটে ভর দিয়ে, কেউ চলছে দু’পায়ে হেঁটে আবার কেউ চারপায়ে ভর দিয়ে। যা কিছু তিনি চান সৃষ্টি করেন, তিনি প্রত্যেক জিনিসের ওপর শক্তিশালী।’ আন নূর : ৪৫ ২) জমাট রক্তপি- মানুষ সৃষ্টির দ্বিতীয় উপাদান হিসেবে রয়েছে রক্তপিন্ড।

আল্লাহ বলেছেন, ‘জমাটবাঁধা রক্তের দলা থেকে মানুষকে সৃষ্টি করেছেন।’ সূরা আলাক : ২ ৩) কাদামাটি বা শুষ্কমাটি: আছে মাটিও। ‘আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত আদমের মতো। কেননা আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করেন এবং হুকুম দেন, হয়ে যাও, আর তা হয়ে যায়।’ সূরা আল ইমরান : ৫৯ ‘তিনিই তো তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে। তারপর তোমাদের জন্য নির্ধারিত করেছেন জীবনের একটি সময়সীমা এবং আর একটি সময়সীমাও আছে, যা তাঁর কাছে স্থিরকৃত, কিন্তু তোমরা কেবল সন্দেহেই লিপ্ত রয়েছে।’ সূরা আনআম :

২ ‘যে জিনিসই তিনি সৃষ্টি করেছেন উত্তম রূপে সৃষ্টি করেছেন। তিনি মানুষ সৃষ্টির সূচনা করেছেন কাদামাটি থেকে।’ (আসসাজদাহ : ৭) ‘মাটির শুকনো ঢিলের মত পঁচা কাদা থেকে তিনি মানুষকে সৃষ্টি করেছেন।’ সূরা আর রহমান : ১৪ ৪) ধুলা: মানুষ তৈরির উপাদানে ধুলাও রয়েছে। আল্লাহ বলেন, ‘তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে, তিনি তোমাদের সৃষ্টি করেছেন ধুলা থেকে, তারপর তোমরা মানুষ হিসেবে (পৃথিবীর বুকে) ছড়িয়ে পড়ছো।’ সূরা আর রুম : ২০ ৫) শুক্র বা বির্য: মানব সৃষ্টির অন্যতম উপাদান শুক্র বা বির্য।

আল্লাহ বলেন, ‘তিনি শুক্র থেকে মানুষ সৃষ্টি করেছেন।’ সূরা আন নাহল : ৪ প্রতিটি ব¯‘ বানাতে একাধিক উপাদান লেগে থাকে। যার এক একটা একেক কাজ করে। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন পানি, মাটি, রক্ত, ধুলা মাটি, বির্য দিয়ে মানুষ সৃষ্টি করেছেন। আর এ সকল উপাদানের মাধ্যমেই পরিণত হয় একটা মানুষ। মানুষ সৃষ্টি দুটি ভাগে। একজন মানুষের দেহ গঠনের প্রথম উপাদান বির্য এবং দ্বিতীয় ভাগ আসে মায়ের ডিম্বাণু থেকে। এরপর রক্তপি-ে পরিণত হয় এবং এরপর এক পর্যায়ে পুর্ণ মানুষে পরিণত হয়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে