সুবাহানাল্লাহ, আগুনে সব পুড়ে গেছে কিন্তু অক্ষত রয়েছে আল কোরআন
ইসলাম ডেস্ক: মুসলমানদের পূর্ণাঙ্গজীবন বিধান হলো আল কোরআন। মহান আল্লাহ পাক আজ থেকে প্রায় ১৪শ বছর আগে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এর উপর এই পবিত্র গ্রন্থটি নাজিল করেছেন। সম্প্রতি আলকোরআনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাড়া ফেলে দিয়েছে। সেই ছবিটি মূলত বাংলাদেশের পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার রণগোপালদি বাজার এলাকার। সেখানে বলা হচ্ছে সেই বাজারের মহিলা মার্কেটে কিছু দিন আগে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কিন্তু ওই অগ্নিকাণ্ডে মার্কেটের চারটি দোকানে আগুন লেগে প্রায় আট লক্ষ টাকার মালামাল পুড়ে গেলেও ক্ষতিগ্রস্থ একটি দোকানে থাকা পবিত্র কোরআন শরীফ অলৌকিক ভাবে অক্ষত থেকে যায়।
জানা যায়,মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় তাজ বিবি, সবিতা রানী, জোৎসনা বেগম ও খুশি বেগমের দোকানের মালামাল পুড়ে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। স্টেশনারি বিক্রেতা খুশি বেগমের দোকানের সব মালামাল পুড়ে গেলেও বিক্রির জন্য রাখা কোরআন শরিফ অক্ষত থেকে যায়।
এমন অলৌকিক কান্ড দেখার জন্য ওই দোকানে সেই সময় হাজারো নারী-পুরুষ ভীড় করেছিল, পরবর্তীতে এই ছবিটি অনলাইনে ব্যাপক সাড়াও ফেলে দেয়।
২২ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২০১৫/এসএম/ডিআরএ
�