মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৭:১০:২৭

কি বলছে ইসলাম, নারী-পুরুষ মুসাফাহা করতে পারবে কি?

কি বলছে ইসলাম, নারী-পুরুষ মুসাফাহা করতে পারবে কি?

ইসলাম ডেস্ক: ইসলাম ধর্মের শিক্ষা হলো কারো সঙ্গে দেখা হলে সালাম বিনিময় করতে হবে। এরপর হাত মিলানো এবং কুশল বিনিময় করা, যাকে শরিয়তের পরিভাষায় মুসাফাহা বলা হয়। ইদানিং দেখা যাচ্ছে নারী-পুরুষ উভয়ই দেখা হলে সর্বপ্রথম দুজন হাত বাড়িয়ে মুসাফাহ করেন। এ বিষয়ে ইসলাম আসলে কি বলছে? চলুন জেনে নিই। যে সকল নারী পুরুষ একে অপরের জন্য মাহরাম নয় অর্থাৎ যাদের একজন আরেকজনকে বিয়ে করতে কোনো বাধা নেই, সে সকল প্রাপ্তবয়স্ক নর-নারীর একে অপরের হাত ধরা অন্য কথায় মুসাফাহা করা ইসলামি শরিয়তে নিষিদ্ধ বা হারাম। কেননা এই হাত ধরাধরি পরবর্তীতে তাদেরকে এর চেয়ে বড় ও জঘন্য পাপ সংঘটনে উৎসাহিত করতে পারে। কারণ শয়তান মানুষের শিরা-উপশিরায় চলাচল করে। এজন্য ইসলাম বড় অপরাধ সংঘটিত হওয়ার আগে যে ছিদ্র পথ দিয়ে শয়তান প্রবেশ করতে পারে সে পথ চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছে। নবুয়তের ত্রয়োদশ বর্ষে মিনার জামরায়ে আকাবার ঘাঁটিতে ৭২ জন পুরুষ মহানবী (স) এর হাতে হাত রেখে বায়আত করলেন যে, তারা নিজেদের স্ত্রী ও সন্তানদের মতো মহানবী (স) কেও রক্ষা করবেন। পুরুষদের বায়আত শেষ হলে দু’জন মহিলা এগিয়ে আসলেন। এদের একজন হলেন উন্মে মানী আর অপরজন হলেন নাসিবা বিনতে কা’ব মাযিনিয়া (রা)। রাসূল (স) মৌখিকভাবে তাদের বায়আত নিলেন। রাসূল (স) কখনই কোনো পর নারীর সাথে করমর্দন করেননি। (সহিহ মুসলিম)। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, যে সকল মুমিন নারী হিজরত করলেন রাসূল (স) সূরা মুমতাহিনার ১০-১২ আয়াত অনুযায়ী তাদের পরীক্ষা করলেন। আয়েশা (রা) বলেন: যে রমণী সূরায় উল্লেখিত শর্তে রাজি হলেন রাসূল (স) তাকে বললেন: “আমি মৌখিকভাবে তোমার বায়আত নিলাম।” আল্লাহর কসম বায়‘আত গ্রহণের সময় কখনও রাসূল (স) এর হাত কোনো নারীর হাত স্পর্শ করেনি। (সহিহ বুখারি) হযরত উমাইমা বিনতে রাকীকা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নারীগণের সাথে আমিও রাসূল (স) এর হাতে বায়আত করতে আসলাম। তিনি (স) আমাদের নিকট থেকে কুরআন অনুযায়ী বায়আত গ্রহণ করলেন যে, আমরা আল্লাহর সাথে কোনো কিছু শরীক করব না ৃ। আমরা বললাম, হে আল্লাহর রাসূল ! আপনি কি আমাদের সাথে মুসাফাহা করবেন না? রাসূলুল্লাহ (স) বললেন: “আমি নারীদের সাথে মুসাফাহা করি না” (মুসনাদে আহমাদ, নাসাঈ, ইবন মাজাহ ও তিরমিযী)। ২৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে