ছোট্ট এই ভুলটি করলেই জান্নাত হারাম
ইসলাম ডেস্ক: মহান আল্লাহ তা’য়ালা মানুষ এবং জ্বীনকে তৈরি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। কিন্তু মানুষ অনেক সময় দুনিয়ার ক্ষুদ্র জীবনের মোহে পড়ে আখিরাতের অনন্ত কালের জীবনের কথা ভুলে যায়। আর সে কারণে কিছু মানুষ লোভে পড়ে নানা ধরণের ভুল করে থাকে। দুনিয়াতে এমন মানুষও রয়েছে যারা নিজের সুখের জন্য জন্মদাতা পিতাকে ভুলে গিয়ে অন্যকে পিতা বলে পরিচয় দিতেও দ্বিধা বোধ করে না। এই শ্রেণীর লোকদের জন্য আখিরাতে অপেক্ষা করছে জাহান্নামের আগুন।
নিজের পিতা ব্যতীত অন্যকে পিতা বলে পরিচয় দেওয়া একটি বড় ধরনের পাপের কাজ। যে কারণে জান্নাত হারাম হয়ে যায়। মহানবী (সা.) বলেছেন, যে ব্যক্তি নিজের বাবা ব্যতীত অন্যকে বাবা বলিয়া পরিচয় দেয় অথচ সে জানে যে, সে তাহার বাবা নয়, তবে জান্নাত তাহার জন্য হারাম। মহানবী (সা.) বলেছেন, যে নিজের বাবা ব্যতীত অন্যকে বাবা বলিয়া পরিচয় দেয়, সে জান্নাতের খুশবুও পাইবেনা। অর জান্নাতের খুশবু পাঁচশ বছরের দুরত্ব হইতে পাওয়া যাইবে। ইবনে মাজাহ, অধ্যায় : হুদূদ, ৩৬ অনুচ্ছেদ, হাদীস নং ২৬১০-১৬১১।
২৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ
�