মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৯:৪৬:৩০

৯টি ভুলে আপনার নামাজ ভেঙে যায়

৯টি ভুলে আপনার নামাজ ভেঙে যায়

ইসলাম ডেস্ক: মহান আল্লাহ তায়ালা মুসলমানদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরয করেছেন। সে কারণে ধর্মপ্রাণ মুসলমানেরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন। তবে এমন অনেক ধর্মপ্রাণ মুসলমান আছেন যারা নামাজরত অবস্থায় অনেক সময় না জেনে কিছু ভুল করে বসে। যে ভুলগুলোর জন্য তার অজান্তেই নামাজ ভেঙ্গে যায়। তাই নামাজরত অবস্থায় কোন কাজগুলো করলে নামাজ ভেঙ্গে যায় তা নিচের বর্ণনা থেকে এখনই জেনে নিন। (১) নামাজের মধ্যে কথা বললে,হাসলে, অন্য লোককে সালাম দিলে এবং অপরের সালামের উত্তর দিলে। (২) প্রয়োজন ছাড়া কাশি দিলে, উহ্ আহ্ শব্দ করলে কিংবা দুঃখ-কষ্ট অথবা ব্যথার কারণে চিৎকার দিলে। (৩) অন্যের হাঁচির জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ বললে (তবে নামাজি নিজে হাঁচি দিয়ে ‘আলহামদুলিল্লাহ বললে নামাজ ভঙ্গ হবে না), (৪) দুঃসংবাদ কানে আসলে ‘ইন্না লিল্লাহ বললে ও আশ্চর্যজনক সংবাদ শুনে ‘সুবহানাল্লাহ্’ বললে। (৫) কোন কিছু মুখের মধ্যে নিয়ে নামাজ আদায় করলে পানাহার করলে। (৬) আমলে কাছির করলে (অর্থাৎ এমন কার্যাদি করা যা দেখে মানুষ মনে করে যে, লোকটি নামাজের মধ্যে নেই)। (৭) নামাজের মধ্যে ইচ্ছাকৃতভাবে সূরা কেরয়াত ভুল পাঠ করলে কিংবা উচ্চারণের জন্য অর্থ বিগড়িয়ে গেলে। (৮) নামাজরত ব্যক্তি অন্যের লোকমা গ্রহণ করলে ও ভিন্ন ভিন্ন নামাজরত ব্যক্তি একে অন্যকে লোকমা দিলে, আর লোকমা গ্রহণ করলে তার নামাজও ভঙ্গ হবে, (৯) নামাজ অবস্থায় ঘুমিয়ে পড়লে ও নামাজের আহকাম বা আরকান (ফরজ) ছুটে গেলে এবং নামাজরত অবস্থায় সন্তানকে দুধপান করালে। ২৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে