মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ১০:২২:০৫

আল্লাহ পাকের প্রিয় এই বাক্য দুটি বেশি বেশি পাঠ করুন

আল্লাহ পাকের প্রিয় এই বাক্য দুটি বেশি বেশি পাঠ করুন

ইসলাম ডেস্ক: কিয়ামতের দিন হবে সবচেয়ে ভয়াবহ। কারণ এই দিন সকলের সকল আমল ও পাপের বিচার করা হবে। মিজানের পাল্লায় মাপা হবে নেকি ও মন্দ কাজের পাপ। তাই তো ধর্মপ্রাণ মুসলমানেরা ওই কঠিন দিন মোকাবেলা করার জন্য আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক বিভিন্ন আমল করে থাকেন। জান্নাত লাভ করতে আল্লাহ তা’য়ালা বান্দাদের বেশ কিছু আমলের কথা বলে দিয়েছেন। যে আমলগুলো করলে আখিরাতে জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে। বিশুদ্ধ বর্ণনা মতে এমন দুটি বাক্য রয়েছ যা আল্লাহ তা’য়ালার নিকট সবচেয়ে প্রিয়। উচ্চারণেও সহজ, আর মিজানের পাল্লায় হবে সবচেয়ে ভারি। হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন, দুটি বাক্য, মুখে উচ্চারণ করতে অতি সহজ, মিজানের পাল্লায় অতি ভারি, আল্লাহর কাছে অতি প্রিয়। ‘সুবহানাল্লাাহি ওয়া বিহামদিহী’ এবং ‘সুবহানাল্লাহিল আযীম’। (বুখারি শরিফ, হাদিস-৫৯২৭) হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন, পৃথিবীর যাবতীয় বস্তু থেকে ‘সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’ বলা আমার নিকট অনেক বেশি প্রিয়। (মুসলিম শরিফ, হাদীস-৪৮৬১) হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন, যে ব্যক্তি দিনে একশত বার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী’ বলবে, তার গুনাহসমূহ মিটিয়ে দেয়া হবে। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হোক না কেন। (বুখারি শরিফ, হাদিস-৫৯২৬) ২৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে