বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ১০:৩০:১৬

সব ধরনের অনিষ্টতা থেকে হেফাজতের দোয়া

সব ধরনের অনিষ্টতা থেকে হেফাজতের দোয়া

ইসলাম ডেস্ক: জীবনে চলার পথে শয়তানের প্রলোভনে পড়ে আমরা অনেক সময় অনেক ধরণের বিপদ-আপদের সম্মখীন হয়ে থাকি। তখন আমাদের মহান আল্লাহ তা’য়ালাই রক্ষা করেন। হজরত উসমান (রা.) থেকে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, প্রত্যেহ সকালে ও সন্ধ্যায় ৩ বার করে এই দোয়াটি পাঠ করলে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। দোয়া : বিসমিল্লাহিল্লাজী লা ইয়াদুররু মায়াসমিহি শাইয়ুন ফিল আরদি, ওয়ালা ফিস-সামায়ি ওয়া হুয়াস সামিউল আলীম। অর্থ : আল্লাহর নামে, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। -তিরমিজি ও আবু দাউদ ২৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে