বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৯:৪০:৩৮

মসজিদে প্রবেশের পর নবীজী (সা.) সর্বপ্রথম যা করতে বলেছেন

মসজিদে প্রবেশের পর নবীজী (সা.) সর্বপ্রথম যা করতে বলেছেন

ইসলাম ডেস্ক: আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বলেন, যখন তোমাদের কেউ মসজিদে ঢুকবে তখন এই দোয়াটি পড়বে, ‘আল্লাহুম্মাফ তাহলী আব-ওয়া-বা রহমাতিকা। অর্থাৎ হে আল্লাহ! তুমি আমার জন্য তোমার রহমতের দরজাগুলো খুলে দাও। যখন বের হবে তখন এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আস আলুকা মিন ফাদলিকা। অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে তোমার অনুগ্রহ প্রার্থনা করছি। মসজিদে ঢোকার সময় রাসূল (সা.) প্রথমে ডান পা রাখতেন। বের হওয়ার সময় প্রথমে বাম পা বের করতেন। রাসূল (সা.) বলেন, যে ব্যক্তি নিজের ঘর থেকে অজু করে ফরজ নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের দিকে যায় সে ব্যক্তি একজন এহরামওয়ালা হজ সমাধাকারীর নেকি পায়। রাসূল (সা.) বলেন, যখন তোমরা কেউ মসজিদে ঢুকবে তখন বসার আগে দুই রাকআত নামাজ পড়ে নেবে। রাসূল (সা.) বলেন, যখন তোমরা জান্নাতের বাগানে ঘোরাফেরা করবে তখন কিছু ফলমূল খেয়ে নিও। সাহাবীরা বললেন, জান্নাতের বাগান কোনটা? তিনি বললেন, মসজিদগুলো। তারা বললেন, তার ফল খাওয়া কেমন? তিনি বললেন, এই তসবিগুলো পড়া, সুবহানাল্লাহ, আল-হামদুলিল্লাহ, লা-ইলাহা, ইল্লালাহু আল্লাহু আকবার। (তিরমিযী, মেশকাত) ২৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে