ইসলাম ডেস্ক : রাসূলল্লাহ্ (সা.) ইরশাদ করেন : যেদিন আমাকে মি’রাজে গমনের সুযোগ দান করা হয়েছিল, সেদিন আমি এমন এক শ্রেণীর লোক দেখতে পেলাম যাদের ঠোঁট আগুনের কাঁচি দ্বারা কর্তন করা হচ্ছিল।
আমি জিজ্ঞেস করলাম, হে ভাই জিবরাঈল, এরা কারা?
তিনি আমাকে বললেন, এরা আপনার উম্মতের সেসব লোক, যারা মানুষকে ভালো কাজের নির্দেশ দিত কিন্তু নিজেদের বেলায় তা ভুলে যেত, তারা পবিত্র কোরআন অধ্যয়ন করতো কিন্তু সে অনুযায়ী আমল করতো না। (মিশকাত)
বুখারী ও মুসলিম শরীফে আছে, নবী করিম (সা.) ইরাশাদ করেন : কিয়ামতের দিন এক ব্যক্তিকে ডেকে এনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার নাড়িভুঁড়ি ত্বরিৎ গতিতে খসে পড়বে।
অতঃপর সে জাহান্নামে এমনভাবে ঘুরতে থাকবে যেমনিভাবে গাধা যাঁতা নিয়ে ঘুরতে থাকে।
তার অবস্থা দেখে জাহান্নামীরা তার নিকট জড় হবে এবং তাকে লক্ষ্য করে বলবে, হে অমুক! তোমার কি হয়েছে? তুমি কি আমাদের ভালো কাজের আদেশ দিতে না এবং মন্দ কাজ থেকে নিষেধ করতে না?
সে বলবে, হ্যাঁ, তোমাদেরকে আমি ভালো কাজের আদেশ দিতাম কিন্তু নিজে তা করতাম না এবং তোমাদেরকে মন্দ কাজ থেকে নিষেধ করতাম, কিন্তু নিজে তা করতাম।
২০.০৯.২০১৩/এমটিনিউজ২৪/এসএম/এমআর/