শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ১০:১৭:০৭

আল কোরআন অনুসারে মোমিনদের জন্য কেমন রমনী অপেক্ষা করছেন?

আল কোরআন অনুসারে মোমিনদের জন্য কেমন রমনী অপেক্ষা করছেন?

ইসলাম ডেস্ক : পবিত্র আল কোরআন অনুসারে মোমিনদের জন্য কেমন রমনী অপেক্ষা করছেন, তা সুস্পষ্ট বর্ণনা করা হয়েছে নিন্মাক্ত সূরায়। 

“তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? তাদের মাঝে আছে আনতনয়না রমনীগণ। কোন জিন ও মানব যাদের ইতোপূর্বে স্পর্শ করেনি।অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? যেন তারা লালমণি ও প্রবালসমূহ।  অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?”

সূরা : রহমান ৫৫-৫৮’এ জান্নাতে থাকবে আনতনয়না হুরগণ, আবরণে রক্ষিত মোতির মতো, তারা যা কিছু করত, তার পুরস্কারস্বরূপ। সূরা : ওয়াকিয়া ২২-২৪

২৭ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে