রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১৮:৫৮

জাহান্নামের অধিকাংশই স্ত্রীলোক

জাহান্নামের অধিকাংশই স্ত্রীলোক

ইসলাম ডেস্ক : রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘আমি জান্নাতের দিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখলাম, তাদের অধিকাংশই দরিদ্র লোক এবং জাহান্নামের দিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখলাম, তাদের অধিকাংশই স্ত্রীলোক’। (মিশকাত)

হযরত আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, ‘একদা রাসূল করীম (সা.) ঈদ কিংবা কোরবানির সালাত আদায়ের জন্য ঈদগাহ পানে যাচ্ছিলেন।

পথিমধ্যে মহিলাদের কাছ দিয়ে যাওয়ার সময় তাদের সম্বোধন করে তিনি বললেন, ‘হে নারী সমাজ! তোমরা সাদকা করতে থাক। কেননা, আমি জাহান্নামে নারীদের আধিক্য দেখেছি’।

মহিলারা আরজ করলেন, ‘হে আল্লাহর রাসূল (সা.), এর কারণ কি?’

তিনি বললেন, ‘তোমরা প্রচুর পরিমাণে অভিশাপ দিয়ে থাক এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রদর্শন করে থাক’। (বুখারী, মুসলিম)

২৫.০৯.২০১৩/এমটিনিউজ২৪/এসএম/এমআর/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে