রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:২৩:০৮

আমি নবীদেরকেও জিজ্ঞেস করবো

আমি নবীদেরকেও জিজ্ঞেস করবো

ইসলাম ডেস্ক : নবীদেরকেও তাঁদের কৃতকর্ম সম্পর্কে রোজ হাশরে জিজ্ঞেস করা হবে। এ সম্বন্ধে পবিত্র কোরআন পাকে ইরশাদ হয়েছে-

‘অতপর আমি সে লোকদেরকে নিশ্চয়ই জিজ্ঞেস করবো, যাদের কাছে নবী পাঠানো হয়েছিল, তৎসংগে আমি নবীদেরকেও জিজ্ঞেস করবো। (সূরা আ’রাফ, আয়াত : ৬)

দ্বিতীয় এক আয়াত দ্বারা এ আয়াতের ব্যাখ্যা এভাবে করা হয়েছে-

‘আর সেদিন সে কাফেরদেরকে ডেকে জিজ্ঞেস করা হবে, তোমরা নবীদেরকে কি উত্তর প্রদান করেছিলে? বস্তুত: সেদিন তাদের থেকে সমুদয় বিষয়বস্তুই বিলুপ্ত হয়ে যাবে; তারা পরস্পর জিজ্ঞেস করতে পারবে না। (কাসাস, আয়াত : ৬৫-৬৬)

অর্থাৎ জিজ্ঞেস করা হবে যে, নবীগণ হিদায়াত করার পর তোমরা হিদায়াত কবুল করেছিলে কি? এ প্রশ্নের জবাব কেউই দিতে পারবে না।

পবিত্র কোরআন পাকে ইরশাদ হয়েছে-

‘যেদিন আল্লাহ্ তা’য়ালা নবীদেরকে সমবেত করবেন, অতপর বলবেন- তোমরা উত্তরপ্রাপ্ত হয়েছিলে? তারা নিবেদন করবে, আমাদের কিছু জানা নেই, নিশ্চয়ই আপনি গোপনীয় বিষয়সমূহ সম্পূর্ণ জ্ঞাত। (মায়েদা, আয়াত : ১০১)

এসব প্রশ্ন নবীদের সামনে তাঁদের উম্মতদের করা হবে।

উম্মতগণ তখন আল্লাহ্ ভয়ে এতো ভীত হয়ে যাবে যে, কোনো উত্তরই দিতে পারবে না।


০৫.১০.২০১৩/এমটিনিউজ২৪/এমআর/এসএম/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে