রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:২৪:০৯

অস্বীকার করার আজাব ভোগ কর

অস্বীকার করার আজাব ভোগ কর

ইসলাম ডেস্ক : হে রাসূল, আপনি যদি তাদের সে সময় দেখেন যখন তাদের দোযখের কিনারায় দাঁড় করানো হবে।

তারা তখন বলবে, ‘হায়! যদি কোনো উপায়ে পৃথিবীতে ফিরে যেতে পারতাম তাহলে আল্লাহর আয়াতকে আর কখনও ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিতাম না এবং ঈমানদারদের সাথে শামিল হয়ে যেতাম।

যে সত্যকে এতোদিন তারা চাপা দিয়ে রেখেছিল তা বাস্তবে রূপধারণ করে সামনে উপস্থিত হবার দরুণই তারা এরূপ বলবে।

নতুবা তাদের আবার আগের জীবনে ফিরিয়ে দিলে আবার তারা সেসব কাজই করবে, যা করতে তাদের নিষেধ করা হয়েছে। তারা তো মিথ্যাবাদী।

আজ তারা বলছে যে, দুনিয়ার জীবনই একমাত্র জীবন, মৃত্যুর পরে আর কখনও জীবিত হবো না। আপনি যদি তখনকার দৃশ্যও দেখেন যখন তারা তাদের প্রভুর সামনে দণ্ডায়মান হবে।

তাদের প্রভু তাদের জিজ্ঞেস করবেন, ‘এসব কি বাস্তব সত্য নয়?’ আল্লাহ তখন বলবেন, ‘তাহলে আজ অস্বীকার করার আজাব ভোগ কর।’

আল্লাহর সামনে উপস্থিত হবার খবরটিকে যারা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিল তারা আজ ক্ষতির সম্মুখীন। অতর্কিতে নির্দিষ্ট সময়টি যখন এসে যাবে তখন তারা বলবে, ‘বড়ই দুঃখের কথা। আমাদের বিরাট ভুল হয়ে গেছে।’

নিজেদের পীঠে (সেদিন) তারা গুনাহর বোঝা বয়ে নিয়ে চলবে। দেখ, ‘কেমন মন্দ বোঝা এরা বইছে।’ (সূরা আল আনআম, আয়াত : ২৭-৩১)

১৪.১০.২০১৩/এমটিনিউজ২৪/এসএম/এমআর/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে