শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ০৭:৫৯:১৮

বড় খোঁপার নারীরা সাবধান!

বড় খোঁপার নারীরা সাবধান!

ইসলাম ডেস্ক: চুল নারীর সৌদর্য বৃদ্ধি করে। যে নারীর মাথায় বড় বড় চুল থাকে, অনেক সময় তাদের নানা ধরণের অসুবিধার সম্মুখীনও হতে হয়। যেমন, নিয়মিত চুলের যত্ন নেয়া, চুলে বিভিন্ন প্রসাধনী ব্যবহারে অতিরিক্ত সময় দেয়া। তাছাড়া ভেজা চুল শোকাতেও দেরি হয়ে যায়। ফলে অনেকেরই সময়মত গন্তব্যে যেতেও দেরি হয়ে যায়। তবে এই সব অসুবিধাগুলো খুবই সামান্য। কারণ, গোসলে পুরো শরীর ধোয়া ফরজ। তাই নারীরা যখন গোসল করবেন, তখন অবশ্যই খেয়াল রাখবেন চুলের গোড়ায় যেন পানি পৌঁছে। বিশেষ করে যাদের বড় খোঁপা রয়েছে তারা বিষয়টিতে একটু বেশিই নজর দেবেন। প্রয়োজনে গোসলের সময় খোঁপা খোলে গসল করবেন। কারণ, সারা শরীরে পানি না পৌঁলে শরিয়তের বিধি মতে আপনার গোসল সহিহ হবে না। শুধু নারীদের নয়, পুরুষের মাথায় যদি লম্বা ‍চুল থাকে, তাহলে তাদেরও চুলের গোড়ায় পানি পৌঁছাতে হবে। এছাড়া, নারী-পুরুষের আংটি, এমন সব অলঙ্কার যা ছিদ্র করে পরা হয়, যেমন নাকের নথ, কানের রিং বা দুল ইত্যাদি নেড়ে-চেড়ে এসব অলঙ্কারের নিচে পানি পৌঁছাতে হবে। সূত্র : আল ফিকহুল মুয়াসসার ২৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে