শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ০৮:২৮:০৩

শয়তানের কবল থেকে বাঁচতে ফরজ নামাজের পর এই দোয়াটি আমল করুন

শয়তানের কবল থেকে বাঁচতে ফরজ নামাজের পর এই দোয়াটি আমল করুন

ইসলাম ডেস্ক: মহান আল্লাহ তা’য়ালার নির্দেশ মোতাবেক মানুষ যখন ইসলাম ধর্মের বিধি নিষেধগুলো মেনে চলে। শয়তান তখন ওই সকল ধর্মপ্রাণ মানুষকে বিভ্রন্ত করার চেষ্ট চালায়। শয়তানের কাজ মানুষকে ভুল পথে পরিচালিত হতে উৎসাহ দেয়া। তাই শয়তানের কবল থেকে মুক্তি পেতে প্রতিদিন প্রতিটি ফরজ নামাজের পর নিয়মিত এই দোয়াটি পাঠ করুন। দোয়াটি হলো: ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইয়ুহয়ি ওয়া ইয়ামুতু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।’ অর্থ : আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক। তার কোনো শরিক নেই, সার্বভৌমত্ব তারই, সব প্রশংসা তারই জন্য, তিনিই জীবন ও মৃত্যুদান করেন আর তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান। (তিরমিজি)। হজরত আবু যর (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর দুই পা ভাজ অবস্থায় কারো সঙ্গে কথা বলার আগে দশ বার উপরোক্ত দোয়াটি পাঠ করে- তার আমলনামায় দশটি নেকি লেখা হয়, দশটি গুনাহ বিলুপ্ত করা হয় এবং দশগুণ মর্যাদা বৃদ্ধি করা হয়। সে ওই দিন সব রকমের বিপদ থেকে মুক্ত থাকে, তাকে শয়তানের ধোঁকা থেকে নিরাপদে রাখতে পাহারার (ফেরেশতাদের দিয়ে) ব্যবস্থা করা হয়। তবে ওই দিন শিরক ছাড়া অন্য কোনো গুনাহ তাকে ক্ষতিগ্রস্থ করতে পারে না। (তিরমিজি) ২৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে