রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:২৬:১৭

৭০ হাজার বিনা হিসেবে বেহেশতে প্রবেশ করবে

৭০ হাজার বিনা হিসেবে বেহেশতে প্রবেশ করবে

ইসলাম ডেস্ক : আছমা বিনতে ইয়াজিদ (রা.) থেকে বর্ণিত রয়েছে, নবী করীম (সা.) ইরশাদ করেছেন, কিয়ামতের দিন জনসমুদ্রে উচ্চস্বরে ডেকে বলা হবে, গভীর নিশিথে নিদ্রা পরিত্যাগ করে আল্লাহ্ ইবাদতে মশগুলে ছিলে এমন লোক কে আছ?

তখন খুব অল্পসংখ্যক ব্যক্তি ডাকে সাড়া দেবে।

 অতপর তাদেরকে বিনা হিসেবে বেহেশতে প্রবেশের অনুমতি দেয়া হবে এবং অন্যান্যদের বিচার শুরু হবে।

নবী করীম (সা.) ইরশাদ করেছেন, ‘আমার প্রভু আমার সাথে ওয়াদা করেছেন যে, তোমার উম্মতের মধ্যে ৭০ হাজার বিনা হিসেবে বেহেশতে প্রবেশ করবে’।

নবী করীম (সা.) বলেছেন, ‘আমি আল্লাহ্ আরশের নিচে সিজদায় পড়ে কান্নাকাটি করতে থাকবো’।

অতপর আল্লাহ্ পাক আমাকে বলবেন, ‘হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনি আবদার করুন, আমি পূর্ণ করব’।

তারপর মাথা উঠিয়ে উম্মতি উম্মতি বলে চিৎকার করতে থাকলে আল্লাহ্ তা’য়ালা বলবেন, ‘হে নবী (সা.) আপনি শান্ত হোন, আমি আপনার উম্মতগণকে বেহেশতের ডাইনের দরজা দিয়ে বিনা হিসেবে প্রবেশ করাব’।

অতপর নবীজী আল্লাহ্ কসম করে বললেন যে, ‘সে দরজার প্রস্থ মক্কা থেকে হাজরের দূরত্বের সমান হবে। (হাজর তৎকালীন মক্কার একটি শহরের নাম)’।

২২.১০.২০১৩/এমটিনিউজ২৪/এসএম/এমআর/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে