অকৃতজ্ঞ নারীদের উদ্দেশ্যে মহানবী (সা.) যা বলেছেন
ইসলাম ডেস্ক: হযরত ইবনে আব্বাস (রা)হতে বর্নিত, নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)বলেন, ‘আমাকে জাহান্নাম দেখানো হয়েছে। তখন আমি দেখতে পেলাম দোযখের অদিকাংশই মহিলা।
কারণ তারা কুফরী (অকৃতজ্ঞতা) বেশী করে থাকে। হুযুর(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে জিজ্ঞেস করা হলো তারা
কি আল্লাহর সাথে কুফরী করে?
তিনি বলেন, না তারা স্বামীর সাথে কুফরী করে অর্থাৎ অকৃতজ্ঞতা করে এবং স্বামীর অনুগ্রহ উপকার স্বীকার করে না। মহিলাদের অভ্যাস, যদি তুমি আজীবনও কোন মহিলার উপর দয়া করতে থাক আর এরপর তোমার পক্ষ হতে কোন অবাঞ্ছিত ব্যবহার হয়ে যায় তখন মহিলা তোমার আজীবনের উপকার ভুলে যাবে এবং বলবে, আমিতো তোমার পক্ষ থেকে কখনো কোন ভাল ব্যবহার পাইনি।-ছহীহ্ বোখারী শরীফ
২৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ