রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৩১:৫৪

কি বলছে ইসলাম, এক রাতে দু’বার বিতরের নামাজ বৈধ কি?

কি বলছে ইসলাম, এক রাতে দু’বার বিতরের নামাজ বৈধ কি?

ইসলাম ডেস্ক: অনেকেই রাতের প্রথম প্রহরে বেতের নামাজ আদায় করে ঘুমিয়ে পড়েন। আবার শেষ রাতের দিকে যখন জাগা পেয়ে ওঠেন তখন আবার বেতের আদায় করেন। এ প্রসঙ্গে মহানবী হযরত মুহাম্মদ (সা.) স্পষ্ট ব্যখ্যা দিয়েছেন-


তালক ইব্‌ন আলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি:
«لا وتران في ليلةٍ))
“এক রাতে দু’বার বেতের‎ নেই”।[আবু দাউদ: (১৪৩৯), তিরমিযি: (৪৭০)]
দ্বিতীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের‎ পড়ে দু’রাকাত সালাত আদায় করতেন।[মুসলিম: (৭৩৮)]

যদি কোন মুসলিম প্রথম রাতে বেতের‎ আদায় করে, অতঃপর ঘুমিয়ে যায়, অতঃপর আল্লাহ তাকে শেষ রাতে উঠার তাওফিক দান করেন, তখন সে দু’রাকাত দু’রাকাত সালাত আদায় করবে, পূর্বের বেতের‎ ভঙ্গ করবে না, বরং তাতেই যথেষ্ট করবে।[দেখুন: আল-মুগনি: (২/৫৯৮)]
৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে