তালক ইব্ন আলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি:
«لا وتران في ليلةٍ))
“এক রাতে দু’বার বেতের নেই”।[আবু দাউদ: (১৪৩৯), তিরমিযি: (৪৭০)]
দ্বিতীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের পড়ে দু’রাকাত সালাত আদায় করতেন।[মুসলিম: (৭৩৮)]
যদি কোন মুসলিম প্রথম রাতে বেতের আদায় করে, অতঃপর ঘুমিয়ে যায়, অতঃপর আল্লাহ তাকে শেষ রাতে উঠার তাওফিক দান করেন, তখন সে দু’রাকাত দু’রাকাত সালাত আদায় করবে, পূর্বের বেতের ভঙ্গ করবে না, বরং তাতেই যথেষ্ট করবে।[দেখুন: আল-মুগনি: (২/৫৯৮)]
৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর