রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৩৫:১৯

যে কারণে মহানবী (সা.)-এর পা ফেটে যাওয়ার উপক্রম হতো

যে কারণে মহানবী (সা.)-এর পা ফেটে যাওয়ার উপক্রম হতো

ইসলাম ডেস্ক: আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) রাতের সালাতের জন্য খুব পরিশ্রম করতেন, এমনকি তার কদম মুবারক ফেটে যেত। তিনি রাতের কিয়ামে প্রচুর কষ্ট করতেন।


আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এত কিয়াম করতেন যে, তার দু’পা ফেটে যেত। আয়েশা তাকে বললেন: হে আল্লাহর রাসূল আপনি কেন এরূপ করেন, অথচ আল্লাহ আপনার পূর্বাপর সব গুনাহ মাফ করে দিয়েছেন? তিনি বললেন:

أفلا أحبُّ أن أكون عبداً شكُوراً»

“আমি কি আল্লাহর শোকর গুজার বান্দা হতে পছন্দ করব না!”। মুগিরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন:

قام النبي صلى الله عليه وسلم‎ حتى تورَّمت قدماه، فقيل له: غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر؟ قال: «أفلا أكون عبداً شكوراً».

“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম করলেন, ফলে তার দু’পা ফুলে গিয়েছিল, তাকে বলা হল: আপনার পূর্বাপর সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন? তিনি বললেন:

أفلا أكون عبداً شكوراً».

“আমি কি শোকর গুজার বান্দা হবো না”। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনৈক সাহাবি খুব সুন্দর বলেছেন:

وفينا رسول الله يتلو كتابه = إذا انشق معروف من الفجر ساطع

يبيت يجافي جنبه عن فراشه = إذا استثقلت بالكافرين المضاجع

“আমাদের মাঝে আল্লাহর রাসূল রয়েছেন, যিনি তার কিতাব তিলাওয়াত করনে যখন উজ্জ্বল ফজর উদিত হয়। তিনি বিছানা থেকে পার্শ্বদেশ পৃথক রেখে রাত যাপন করেন, যখন কাফেররা গভীর ঘুমে নিমজ্জিত থাকে”।
৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে