রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৩৯:১৬

উত্তম ব্যবহার পাওয়ার কে বেশি হকদার?

উত্তম ব্যবহার পাওয়ার কে বেশি হকদার?

ইসলাম ডেস্ক: উত্তম ব্যবহার বা আপনি কার সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করবেন, তা আপনি জানেন কি? মূলত সবার সাথেই উত্তম বা ভাল ব্যবহার করার কথা ইসলামে বলা আছে। তবে সবচেয়ে ভাল আচরণ কার সাথে করবেন এ বিষয়ে মহানবী (সা.) স্পষ্ট করেছেন। আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত এ সম্পর্কিত একটি হাদিসের মাধ্যমে বলা হয়েছে-



আরবি হাদিস:
حديث مرفوع) حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، حَدَّثَنَا جَرِيرٌ ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ بْنِ شُبْرُمَةَ ، عَنْ أَبِي زُرْعَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، مَنْ أَحَقُّ النَّاسِ بِحُسْنِ صَحَابَتِي ؟ قَالَ :  أُمُّكَ قَالَ : ثُمَّ مَنْ ؟ قَالَ :  ثُمَّ أُمُّكَ  قَالَ : ثُمَّ مَنْ ؟ قَالَ :  ثُمَّ أُمُّكَ  قَالَ : ثُمَّ مَنْ ؟ قَالَ :  ثُمَّ أَبُوكَ  ، وَقَالَ ابْنُ شُبْرُمَةَ ، وَيَحْيَى بْنُ أَيُّوبَ ، حَدَّثَنَا أَبُو زُرْعَةَ ، مِثْلَهُ

বাংলা হাদিস: নং-৫৫৬২
কুতাইবা ইবনে সাঈদ রহ………..আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে জিজ্ঞাসা করল, ইয়া রাসুলাল্লাহ ! আমার কাছে কে উত্তম ব্যবহার পাওয়ার বেশী হকদার? তিনি বললেন, তোমার মা। লোকটি বলল, তারপর কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সে বলল, তারপর কে? তিনি বললেন, তোমার মা। সে বলল, তারপর কে? তিনি বললেন, তারপর তোমার বাবা।
অর্থ্যাৎ সবচেয়ে উত্তম ব্যবহার করতে হবে গর্ভধারিনী মায়ের সাথে।
৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে