অশুভ লক্ষণ থেকে বাঁচতে ছোট্ট দোয়াটি নিয়মিত আমল করুন
ইসলাম ডেস্ক: মহান আল্লাহ তায়ালার নিয়ামত খেয়ে সবাই বেঁচে থাকলেও মানুষ মহান আল্লাহ পাকে গুণগান গায়তে অনেক সময় ভুলে যায়। অবশ্য যারা এই ধরণের ব্যক্তি কাল কিয়ামতের মাঠে মহান আল্লাহ পাক তাদের বিচার করবেন। পাশাপাশি আল্লাহ পাক সব সময় মানুষকে বিভিন্ন পরীক্ষার মধ্যে ফেলে ঈমান পরীক্ষা করে থাকেন। কখনো বিভিন্ন বিপদ দিয়ে, কখনো অনেক ধন সম্পদ দিয়ে, কখনো ধন-সম্পদ কেডে নিয়ে আল্লাহ পাক পরীক্ষাগুলো করে থাকেন।
আল্লাহ পাকের এই সব পরীক্ষায় উর্তীণ হতে আপনি ছোট্ট এই দোয়াটি পাঠ করে নিয়মিত আমল করুন।
দোয়াটি হলো- আল্লাহুমা লা তাইরা ইল্লা তাইরুকা ওয়ালা খাইরা ইল্লা খাইরুকা ওয়ালা ইলাহা গাইরুকা।
বাংলা অর্থ- ‘হে আল্লাহ! তুমি কিছু ক্ষতি না করলে অশুভ বা কুলক্ষণ বলে কিছু নেই। তোমার দেয়া কল্যাণ ছাড়া কোন কল্যাণ নেই। তুমি ছাড়া কোন ইলাহ নেই’। (আহমাদ-২/২২০, নং ৭০৪৫; ইবনে সুন্নী হাদীস নং-২৯২)
২৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ