রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ০৪:৫৭:০৫

জানেন কি, মহানবী (সা.) এর আংটিতে কী লেখা ছিল?

জানেন কি, মহানবী (সা.) এর আংটিতে কী লেখা ছিল?

ইসলাম ডেস্ক: আমাদের প্রিয় নবী হাতের আঙুলে আংটি ব্যবহার করতেন। শরিয়তে এ জন্য পুরুষদের আংটি ব্যবহার করার অনুমতি রয়েছে। কিন্তু আপনি জানেন কি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) যে আংটি ব্যবহার করতেন সেই আংটিতে কি লেখা ছিল?

এ প্রসঙ্গে হযরত আনাস [রা] থেকে বর্ণিত একটি হাদিসে পাওয়া যায়, তিনি বলেন, রাসূল [সা]-এর আংটিতে ‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ খোদিত ছিলো। ‘মুহাম্মদ’ ছিলো এক লাইনে। ‘রাসূল’ এক লাইনে। আর ‘আল্লাহ’ এক লাইনে।

(বুখারি, হাদিস-৫৮৭৮) অন্য একটি হাদিস হতে জানা যায়, রাসুল (সা.) এর আংটির বৃত্তটি ছিলো রূপার। তিনি তার আংটিতে ‘মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ অংকিত করান। (শামায়েলে তিরমিজি-৭৫) ২৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে