ঢাকা : ১৪৩৫ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে আজ। চাঁদ দেখা সাপেক্ষে ৩ জানুয়ারি শুক্রবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সে হিসাব অনুযায়ী ১৪ জানুয়ারি মঙ্গলবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি কাজী হাবিবুল আওয়াল সভায় সভাপতিত্ব করেন।
এসময় প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মতিউর রহমান খান, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব ডা. মো. আবদুস সুকুর, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতীব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম, স্পারসোর পিএসও মো. শাহ আলম এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী উপস্থিত ছিলেন।
সভায় ১৪৩৫ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের আজ ২৯ সফর ০২ জানুয়ারি বৃহস্পতিবার। সন্ধ্যা ৬টায় আজ বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।
আগামী ২০ পৌষ, ১৪২০ বঙ্গাব্দ, ৩ জানুয়ারি শুক্রবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে।
০২ জানুয়ারি২০১৩/এমটিনিউজ২৪/এমআর/এসএম/