এ প্রসঙ্গে মহান আল্লাহ তা’য়ালা মহনবীকে আল কোরআনের মাধ্যমে নির্দেষ প্রদান করেছিলেন। আল্লাহ তা’য়ালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন, ‘আপনি উত্তম ও নম্র ব্যবহার দ্বারা তাদের দূর্বব্যবহারকে প্রতিহত করতে থাকুন।’ (সূরা মমিনুন-৯৬)।
২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর