রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ০৮:৪৪:৪৫

জান্নাতিরা দোযখিদের দেখে যা বলবে

জান্নাতিরা দোযখিদের দেখে যা বলবে

ইসলাম ডেস্ক: পবিত্র কোরআনের সুরা আ’রাফের ৪৪ নম্বর আয়াত থেকে ৪৭ নম্বর আয়াতে বেহেশতি, দোযখবাসী এবং বেহেশত ও দোযখের মাঝামাঝি স্থান তথা আ’রাফে অবস্থানকারী মানুষদের মধ্যকার সংলাপ তুলে ধরা হয়েছে। ৪৪.জান্নাতিরা দোযখিদেরকে ডেকে বলবে: আমাদের সাথে আমাদের প্রতিপালক যে ওয়াদা করেছিলেন, তা আমরা সত্য পেয়েছি, তোমরাও কি তোমাদের প্রতিপালকের ওয়াদা সত্য পেয়েছ? তারা বলবে: হ্যাঁ। এরপর একজন ঘোষক উভয়ের মাঝখানে ঘোষণা করবে: আল্লাহর অভিশাপ জালিমদের উপর। আ’রাফ শব্দটি সুরা আ’রাফে দুই বার এসেছে। এর আভিধানিক অর্থ হলো উঁচু স্থান। বেহেশত ও দোযখের মাঝামাঝি স্থানে অবস্থিত এই স্তরটিকে জান্নাত ও জাহান্নামের মধ্যকার বাফার জোন বা ব্যারিকেড বলা যায়। এই ব্যারিকেডের কারণে বেহেশতবাসী ও দোযখবাসী পরস্পরকে দেখতে পায় না। তবে তারা পরস্পরের কথা শুনতে পারে। কিন্তু যারা আ’রাফে থাকেন তারা বেহেশতবাসী ও দোযখবাসী-উভয়কেই দেখতে পারেন এবং তাদেরকে চিনতেও পারেন। আ’রাফবাসীদেরকে কয়েকটি কারণে কিছু সময়ের জন্য বেহেশত থেকে দূরে রাখা হয়। তবে তারা বেহেশত পাওয়ার আশা রাখেন। তারা যখন বেহেশতবাসীদের দিকে তাকান তখন তারা এই সৌভাগ্যবানদের প্রশংসা করেন ও তাদের সঙ্গে থাকার আশা পোষণ করেন। আর আ’রাফবাসীরা যখন বিপরীত দিকে তাকান তখন দোযখবাসীদের দেখতে পান ও তাদের পরিণতি দেখে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন এবং দোযখের হাত থেকে রক্ষার জন্য আল্লাহর আশ্রয় কামনা করতে থাকেন। সুরা আ’রাফের ৪৬ ও ৪৭ নম্বর আয়াতে এসেছে: “৪৬.উভয়ের অর্থাৎ বেহেশতী ও দোযখীদের মাঝখানে একটি প্রাচীর বা ব্যারিকেড থাকবে। (এটিই আ’রাফ।) আ’রাফের উপরে অনেক লোক থাকবে। তারা প্রত্যেককে তথা প্রত্যেক বেহেশতী ও দোযখীকে তার চিহ্ন দেখে চিনে নেবে। তারা জান্নাতিদেরকে ডেকে বলবে: তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তারা তখনও জান্নাতে প্রবেশ করবে না, কিন্তু তাতে প্রবেশ করতে আগ্রহী হবে। ৪৭. যখন তাদের দৃষ্টি দোযখীদের উপর পড়বে, তখন তারা বলবে: হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এ জালেমদের সাথী করো না।” আ’রাফবাসীরা একদল দোযখীকে চেনার পর তাদেরকে বলবে: দেখেছো দুনিয়ায় সম্পদ পুঞ্জীভূত করা, স্বার্থান্ধ হওয়া ও সত্যের মোকাবেলায় অহংকার দেখানোর কারণে তোমরা কিছুই অর্জন করতে পারোনি, অর্থাৎ এসব করে তোমাদের কোনো লাভই হয়নি! এভাবে তারা দোযখবাসীকে তিরস্কার করবে। ২৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে