বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ০৩:৫০:৪২

জানেন কি, মহানবী (সা.) কোন নামাজের পর মুসল্লিদের দিকে ঘুরে বসতেন?

জানেন কি, মহানবী (সা.) কোন নামাজের পর মুসল্লিদের দিকে ঘুরে বসতেন?

ইসলাম ডেস্ক: আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) সকল ফরজ নামাজের পরেই কি ঘুরে বসতেন? নাকি শুধু ফজর ও আসরের সালাতের পর ঘুরে বসতেন? মাঝে মাঝে ধর্মপ্রাণ মুসল্লিদের মনে এমন প্রশ্ন নিশ্চয় ঘুরপাক খায়। এ প্রসঙ্গে আমাদের প্রিয় রাসূল (সা.)-এর সহিহ বর্ণনায় পাওয়া যায়, ‘ইজান ছরাফান হারফ’। যখন রাসূল (সা.) সালাতের সালাম ফিরাতেন, তারপর রাসূল (সা.) ফিরে বসতেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল (সা.) যখন সালাম ফিরাতেন, তখন তিনি আমাদের দিকে মুখ করে বসতেন। এটি শুধুমাত্র ফজর অথবা আসর সালাতের পর নয়। বরং সকল নামাজের পর। শুধুমাত্র ফজর এবং আসরের সালাতের পর ইমামের ঘুরে বসাটা আমাদের নিজস্ব ইজতেহাদ। রাসূল (সা.) প্রত্যেকটি সালাতেই মূলত সালাম ফিরানোর পরে মুসল্লিদের দিক মুখ করে বসতেন। তারপরে আসকার যেগুলো আছে সেগুলো রাসূল (সা.) পড়েছেন। সাহাবিদের রেওয়াতের মাধ্যমে তা সাব্যস্ত হয়েছে। আমরা অনেকে এ সুন্নাহ সম্পর্কে জানি না। ফলে দেখা যায় যে, ইমাম সাহেব যেভাবে সালাম ফিরিয়েছেন, সেভাবে বসে থাকলেন। এ ক্ষেত্রে রাসূল (সা.)-এর সুন্নাহ লক্সঘন করলেন। আবার দেখা যায় যে, তিনি মোনাজাত করতেছেন। আসলে তিনি রাসূল (সা.) এর সুন্নাহ সম্পর্কে অজ্ঞ। রাসূল (সা.) এখানে কিছু আসকার দিয়েছেন। এখানে রাসূল (সা.) এমন কোনো দোয়া করেননি বা দেননি যে ইমাম সাহেব সেখানে হাত তুলে দোয়া করতে হবে। এটা রাসূল (সা.) এর সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। আবার দেখা গেল যে তিনি কিবলামুখী হয়ে দোয়া করতেছেন। এটা রাসূল (সা.) এর সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। এর কারণ হচ্ছে মূলত আমরা সুন্নাহর অনুশীলন করি না, সুন্নাহ সম্পর্কে জানি না। বরঞ্চ আমরা নিজেরা নেজেদের ইচ্ছামত দ্বীন তৈরি করে নিয়ে চেষ্টা করি আমাদের দ্বীন পালন করার জন্য। আমাদের বানানো দ্বীনের মধ্যে কোনো ফায়দা নেই। এর মধ্যে সওয়াব নেই। বরং বেদা’ত হওয়ার কারণে এটি আল্লাহতায়ালার কাছে গ্রহণযোগ্য হবে না। এ এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। রাসূল (সা.) এর একাধিক সহিহ হাদিস দ্বারা এটি সাব্যস্ত হয়েছে। এমনকি আয়েশা (রা.)-থেকে বর্ণিত একটি হাদিসের মধ্যে এসেছে, ‘রাসূলুল্লাহ (সা.) এতটুকু দেরি করতেন না যে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়াল ইকরম, পড়া পর্যন্ত এতটুকু দেরি করতেন, এর বেশি দেরি করতেন না। এর পর তিনি মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন।’ ২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে