এমটিনিউজ ডেস্ক : ১. ইচ্ছাকৃত বমি করিলে। ২. রাত আছে সন্দেহ করে সুবহে সাদেকের পরে সেহ্রী খেলে। ৩. সন্ধ্যা হয়েছে ধারণা করে সূর্যাস্তের আগে ইফতার করলে। ৪. রোজা অবস্থায় সিঙ্গা লাগিয়ে রোজা ভঙ্গ হয়েছে ধারণা করতঃ পানাহার করলে। ৫. বুট বা ডাল পরিমাণ কোন বস্তু দাঁতের মধ্য থেকে বের করতঃ গিলে ফেললে। (ক) সরিষা পরিমাণ কোন বস্তু স্বেচ্ছায় গিলে ফেললে। ৭. কুলি করার সময় হঠাৎ পানি গলার ভেতর গেলে। ৮. নাকের ও কানের মধ্যে পানি গেলে এবং মস্তকে ওষুধ ব্যবহার করলে এবং তা পেটে প্রবেশ করলে। ১০. রমজান মাসব্যাপি একবারও রোজার নিয়ত না করলে। ১১. মলদ্বার কিংবা প্রস্রাবের রাস্তায় পিচকারী করলে। ১২. ঘুমের মধ্যে কেউ কোন বস্তু খাওয়ালে এবং এতে রোজা ভঙ্গ হয়েছে ধারণায় পানাহার করলে। ১৩. ঘুমের ভেতর সহবাসে বীর্যপাত হলে। ১৪. বেহুঁশ অবস্থায় কেউ সহবাস করলে। ১৫. খায়েশের সাথে স্ত্রীকে চুম্বন করলে। এই সমস্ত কারণে একটি রোজার পরিবর্তে একটি রোজা রাখতে হবে। অর্থাৎ কাজা আদায় করতে হবে। (আলমগীরী ও দোররুল মুখতার)
২৯ জুন ২০১৪/এমটিনিউজ২৪/জেইউএ/দৌলত/