‘গরিব ও দুর্বল প্রকৃতির লোকেরাই বেশি জান্নাতি হবেন’
ইসলাম ডেস্ক: কিয়ামতের মাঠে শেষ বিচারের পরে জান্নাতে প্রবেশকারী ব্যক্তিদের মধ্যে গরীব-মিসকিন, ফকির, পরমুখাপেক্ষী, দুর্বল লোকদের সংখ্যাই বেশি হবে। পক্ষান্তরে অহংকারী, দুশ্চরিত্র ও ঝগড়াটে ব্যক্তিদের স্থান হবে জাহান্নামে ভয়ঙ্কর আগুনে।
“হারেসা ইবন ওহাব রাদিয়াল্লাহু ‘আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন: ‘আমি কি তোমাদেরকে জান্নাতি লোকদের গুণাবলীর কথা বলব না?’
সাহাবাগণ বললেন: হ্যাঁ বলুন।
তিনি বললেন: “প্রত্যেক দুর্বল, লোক চোখে হেয়, কিন্তু সে যদি কোন বিষয়ে আল্লাহর নামে কসম করে তাহলে আল্লাহ তার কসম পূর্ণ করবেন।”
অতঃপর তিনি বললেন: আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকদের কথা বলব না? তারা বললেন: বলুন। তিনি বললেন: “প্রত্যেক ঝগড়াকারী, দুশ্চরিত্র, অহংকারী ব্যক্তি।” মুসলিম, হাদীস নং ২৮৫৩।
৩ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল
�