হাশরের ময়দানে বিনয়ীদের জন্য সুসংবাদ অপেক্ষা করছে
ইসলাম ডেস্ক: এই পৃথিবীতে দৃশ্যমান সত্য হচ্ছে মৃত্যু। অর্থ্যা আমাদের সবাইকে একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে চির দিনের জন্য পাড়ি জমাতে হবে আখিরাতের অনন্ত জগতে। কিন্তু এই সত্যটি জেনেও আমরা আল্লাহর দ্বীনের পথে নিজেকে কেন জানি সমর্পন করছি না। তাহলে আমরা কি ইসলামের প্রকৃত অর্থ বুঝতে পারছি না?
ইসলাম হলো তাওহীদ (একত্ববাদ) ও আনুগত্যের সহিত এক আল্লাহর নিকট পূর্ণ আত্মসমর্পন করা এবং শিরক থেকে সম্পর্কচ্ছেদ ঘোষণা করা।
আল্লাহ্ তা’আলা বলেনঃ
ﻭَﻣَﻦْ ﺃَﺣْﺴَﻦُ ﺩِﻳﻨًﺎ ﻣِﻤَّﻦْ ﺃَﺳْﻠَﻢَ ﻭَﺟْﻬَﻪُ ﻟِﻠَّﻪِ
‘‘যে ব্যক্তি আল্লাহর সামনে নিজেকে সোপর্দ করে, তার চাইতে উত্তম দ্বীন আর কারো নিকট আছে কি?’’ (সূরা নিসাঃ ১২৫)
আল্লাহ্ তাআলা আরো বলেনঃ
ﻭَﻣَﻦْ ﻳُﺴْﻠِﻢْ ﻭَﺟْﻬَﻪُ ﺇِﻟَﻰ ﺍﻟﻠَّﻪِ ﻭَﻫُﻮَ ﻣُﺤْﺴِﻦٌ ﻓَﻘَﺪِ ﺍﺳْﺘَﻤْﺴَﻚَ ﺑِﺎﻟْﻌُﺮْﻭَﺓِ ﺍﻟْﻮُﺛْﻘَﻰ
‘‘আর যে ব্যক্তি সৎকর্মপরায়ন হয়ে স্বীয় মুখমন্ডলকে আল্লাহ্ অভিমুখী করে, সে ধারণ করে নিয়েছে সুদৃঢ়
হাতল’’। (সূরা লুকমানঃ ২২)
আল্লাহ্ তায়ালা আরো বলেনঃ
ﻓَﺈِﻟَﻬُﻜُﻢْ ﺇِﻟَﻪٌ ﻭَﺍﺣِﺪٌ ﻓَﻠَﻪُ ﺃَﺳْﻠِﻤُﻮﺍ ﻭَﺑَﺸِّﺮْ ﺍﻟْﻤُﺨْﺒِﺘِﻴﻦَ
‘‘তোমাদের সত্য মা’বুদ হচ্ছেন মাত্র একজন (আল্লাহ)। সুতরাং তোমরা তাঁরই জন্য অনুগত হও। আপনি বিনয়ীদেরকে সুসংবাদ প্রদান করুন’’। (সূরা হজ্জঃ ৩৪)
৩ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল
�