সোমবার, ২৭ আগস্ট, ২০১৮, ০১:৩২:৫৩

আজ থেকে দেশে আসছেন হাজিরা

আজ থেকে দেশে আসছেন হাজিরা

ইসলাম ডেস্ক: হজের আনুষ্ঠানিকতা শেষ করে স্বদেশে ফিরছেন বাংলাদেশি হাজীরা। স্থানীয় সময় সোমবার বেলা ১২টা ৩০মিনিটে ৪১৯জন হাজি নিয়ে জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরের হজ টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে বিমানের বিজি ৪০১২ ফ্লাইটটি। আজ থেকে দেশে আসছেন হাজিরা।

মক্কাস্থ বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মোহাম্মদ মাকসুদুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। গুটি কয়েক এজেন্সির অনিয়ম অব্যবস্থাপনার কারণে কিছু কিছু হাজী সাহেবরা ভোগান্তির শিকার হলেও সার্বিক হজ ব্যবস্থাপনায় সন্তুষ্টির কথা জানিয়েছেন হজ করতে আসা বাংলাদেশিরা। অভিযুক্ত এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে আগামীতে হজ ব্যবস্থাপনা আরও সুন্দর হবে বলে মত তাদের।

মধ্যস্বত্বভোগীদের দৌড়াত্ব বন্ধ, প্রতারণা এবং ভোগান্তি লাঘবে হজে আসার আগে এজেন্সির অতীত রেকর্ড ভালোভাবে জেনে বুঝে সিদ্ধান্ত নিলে দুর্ভোগ অনেকটা কমে আসবে বলে মনে করেন অভিজ্ঞরা। তাছাড়া হজের আগে হাজীদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করার তাগিদ দিয়েছেন তারা। এ বছর বাংলাদেশি ৫২৮ টি এজেন্সি এবং সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে সৌদি আরব আসেন ১ লক্ষ ২৭ হাজার বাংলাদেশি।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে