আমিন মুনশি : ব্যক্তি যদি এমন হয় যে তার জীবনে পাঁচ ওয়াক্তের বেশি নামাজ কাজা নেই, তাহলে তার কাজা হয়ে যাওয়া ফজর নামাজ অবশ্যই ওইদিন জোহরের আগে আদায় করে নিতে হবে। জোহরের আগে আদায় করতে না পারলে বা তার জীবনে পাঁচ ওয়াক্তের বেশি নামাজ কাজা থাকলে নামাজের নিষিদ্ধ তিন সময় ব্যতীত যখনই সুযোগ হবে আদায় করে নিতে পারবে।
নিষিদ্ধ সময়গুলো হলো–
১. সূর্যোদয়ের সময়; যতক্ষণ না তা পুরোপুরি উঁচু হয়ে যায়।
২. সূর্য মধ্যাকাশে অবস্থানের সময় থেকে নিয়ে তা পশ্চিমাকাশে ঢলে পড়া পর্যন্ত।
৩. যখন সূর্য অস্ত যায়।
সূত্র: ফাতাওয়া আলমগিরি : ১/১২১, ফাতাওয়া তাতারখানিয়া : ২/৪৪৫