মহানবী (সা.) বলেন, ‘মানুষ তার সকল ভাল কাজ করে নিজের জন্য কিন্তু একমাত্র রোজা হলো শুধু আমারই (আল্লাহর) জন্য এবং এর পুরস্কার আমি (আল্লাহ) নিজেই ওই ব্যক্তিকে প্রদান করবো। যদি যে খাওয়া, পান করা এবং বিশেষ কিছুর আকর্ষন থেকে বিরত থাকে।’ (সহিহ বুখারি শরীফ, অধ্যায়-রোজা, হাদিস নম্বর- ১৮৯৪)।
২৮ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর
 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                