ইসলাম ডেস্ক : মহানবীর (স.) রওজা মোবারক স্থানান্তর নিয়ে ব্রিটিশ দৈনিকের প্রতিবেদনটি গুজব। সৌদি আরবের দুই পবিত্র মসজিদের (মসজিদুল হারাম ও মসজিদে নববী) অভিভাবক কমিটি তা নাকচ করে দিয়েছে।
এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশকারী ব্রিটিশ দৈনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পদক্ষেপও নিচ্ছে তারা।
কমিটির মুখপাত্র আহমেদ আল মানসুরি বলেন, বিষয়টি একজন গবেষকের ব্যক্তিগত অভিমত। গবেষণায় তার মতের প্রতিফলন ঘটিয়েছেন তিনি। এটি মসজিদের অভিভাবক কমিটি কিংবা রাষ্ট্রের মতামতকে বোঝায় না।
আজ শুক্রবার এ খবর দিয়েছে আরব নিউজ।
এ ধরনের কর্মকাণ্ডের জন্য কমিটির ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে বলে জানিয়েছে মসজিদের অভিভাবক কমিটি। মসজিদ কমিটির মুখপাত্র পবিত্র স্থান সম্পর্কে এ ধরনের ‘গুজব’ না ছড়ানোর আহবান জানিয়েছেন।
এমন গুজবের ঘটনায় আইনি পরামর্শকদের সঙ্গে ব্রিটিশ দৈনিক দু’টির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার বিষয়ে আলোচনা করা হচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাজ্যের দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট ও ডেইলি মেইলে প্রিয় নবীর (স.) রওজা সরিয়ে ফেলা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ও শিক্ষাবিদের নেতৃত্বে এ সংক্রান্ত প্রস্তাব পেশ করা হয়েছে তাতে বলা হয়েছে, মসজিদে নববী থেকে রাসুলের রওজা মোবারক অজ্ঞাত স্থানে সরিয়ে নেয়া হবে। প্রস্তাবটি মসজিদে নববীর অভিভাবক কমিটির কাছে পাঠানো হয়েছে।
৫ সেপ্টেম্বর২০১৪/এমটিনিউজ২৪/এমআর/এসএম