রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৩৮:১৮

জানেন কি, কোন প্রকৃতির মুসলমানকে মহানবী (সা.) কাফের বলেছেন?

জানেন কি, কোন প্রকৃতির মুসলমানকে মহানবী (সা.) কাফের বলেছেন?

ইসলাম ডেস্ক: ইবনে আবী হাতিম স্বীয় সুনান গ্রন্থে (একটি হাদীসের কিতাব) উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসুল (সা.) আমাদেরকে উপদেশ দিয়ে বলেছেন, "সাবধান! তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করোনা এবং ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ কর না। কারণ, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করে, সে ইসলাম থেকে বহিস্কার হয়ে যায়। অর্থ্যাৎ তারা কাফেরে পরিণত হয়।


কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব হবে। যদি সালাত ঠিক হয় তবে তার সকল আমল সঠিক বিবেচিত হবে। আর যদি সালাত বিনষ্ট হয় তবে তার সকল আমলই বিনষ্ট বিবেচিত হবে। (তিরমিযি:২৭৮)

মুমিন ও কাফির-মুশরিকের মধ্যে পার্থক্য হল সালাত - সহিহ মুসলিম

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এরশাদ করেন, “আমাদের ও তাদের (কাফের/মুশরিকদের) মাঝে প্রথম চুক্তি হচ্ছে নামাজ। অতএব, যে ব্যক্তি নামাজ ত্যাগ করল সে কুফরী করল।” (হাদীসটি ইমাম আহমাদ, আবু দাউদ, তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাহ বর্ননা করেছেন)।

আমাদের মাঝে আর অমুসলিমদের মাঝে চুক্তি হল সালাত, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে যাবে। (আহমদ:২১৮৫৯)
২৮ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে