রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৪০:১৪

কিয়ামতের মাঠে জাহান্নামীদের চেহারা যেমনটা হবে

কিয়ামতের মাঠে জাহান্নামীদের চেহারা যেমনটা হবে

ইসলাম ডেস্ক: যারা মহান আল্লাহ তা’য়ালার প্রিয় বান্দা তাদের জন্য শেষ বিচারের দিন অপেক্ষা করছে জান্নাত। শুধু কি তাই এ সকল জান্নাতিদের চেহারায় ফুটে উঠবে নূরের আলো। কিন্তু যারা জাহান্নামী হবে তাদের চেহারা কেমন হবে। এ প্রসঙ্গে কয়েকটি হাদিসে মহানবী (সা.) স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন।


আবু হুরায়রাহ (রাঃ) বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে, নবী (সাঃ) বলেন, কাফিরের দুকাধের মাঝের দূরত্ব একজন দ্রতগামী অশ্বারোহীর তিন দিনের ভ্রমনপথের সমান হবে। (বুখারী-হা/৬৫৫১)

আবু হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিত অন্য এক হাদিসে এসেছে, কাফেরের এক একটি দাঁত হবে ইহুদ পাহাড়ের সমান এবং শরিরের চামড়া হবে তিন দিনের সফরের দূরত্বের পরিমান মোটা (মুসলিম-হা/ ৭৩৬৪,মিসকাত-হা/৫৪২৮)
২৭ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে