আবু হুরায়রাহ (রাঃ) বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে, নবী (সাঃ) বলেন, কাফিরের দুকাধের মাঝের দূরত্ব একজন দ্রতগামী অশ্বারোহীর তিন দিনের ভ্রমনপথের সমান হবে। (বুখারী-হা/৬৫৫১)
আবু হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিত অন্য এক হাদিসে এসেছে, কাফেরের এক একটি দাঁত হবে ইহুদ পাহাড়ের সমান এবং শরিরের চামড়া হবে তিন দিনের সফরের দূরত্বের পরিমান মোটা (মুসলিম-হা/ ৭৩৬৪,মিসকাত-হা/৫৪২৮)
২৭ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর