ইসলাম ডেস্ক : হযরত জাবির (রা.) বলেন, হুজুরে পাক (সা.) এরশাদ করেছেন, মুমিন ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, তখন সে মনে করবে যে, সূর্য ডুবে যাচ্ছে। যখন তার দেহে রূহ ফিরিয়ে দেয়া হবে তখন সে উঠে বসবে এবং ফেরেশতাদের বলবে, আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়ব। (ইবনে মাজাহ)
আল্লামা মোল্লা আলী ক্বারী (রা.) লিখেছেন : মৃত ব্যক্তি ওই সময়কে তার দুনিয়ার জীবন মনে করবে এবং বলবে, ‘তোমরা প্রশ্নোত্তর রাখ এবং আমাকে ফরজ নামাজ আদায় করতে দাও। কেননা নামাজের সময় চলে যাচ্ছে।
তিনি আরো লিখেছেন, এ কথা কেবল ওই ব্যক্তিই বলবে যে দুনিয়াতে নামাজি ছিল এবং সর্বদা যার অন্তরে নামাজের কথা জাগরুক ছিল।
এ থেকে বেনামাজিদের উপদেশ গ্রহণ করা উচিত এবং স্বীয় অবস্থাকে ওই অবস্থার সাথে তুলনা করে দেখা উচিত। আর এ কথা খুব ভেবে দেখা উচিত, যখন প্রশ্ন করা হবে তখন কেমন হতাশার সৃষ্টি হবে।
১১ অক্টোবর ২০১৪/এমটিনিউজ২৪/এমজেইউ/দৌলত/