ইসলাম ডেস্ক : পবিত্র কাবার চাবি সংরক্ষক আব্দুল কাদির তাহা আল-শেবী বৃহস্পতিবার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।
উল্লেখ্য, আল-শেবী পরিবার শেবা বিন ওসামা আবি তালহার বংশধর। তিনি মহানবী হযরত মুহম্মদ (সা.)-কে জীবদ্দশায় দেখেছেন। সেই ইসলামপূর্ব যুগ থেকেই পবিত্র কাবা শরীফের চাবি সংরক্ষণ করে আসছিলো এই আল-শেবী পরিবার। আব্দুল কাদির তাহা এই পরিবারের একজন সদস্য।
-আরব নিউজ
২৪ অক্টোবর ২০১৪/এমটিনিউজ২৪/রাঙা/নিয়ামাত/সৌরভ/